Mahmudul Hasan
Programmer, Cinephile, Bookworm, Traveler
Programmer, Cinephile, Bookworm, Traveler
খুনের পরপরই সকল সাক্ষ্যপ্রমাণ সহকারে ধরা পড়ছে খুনি। তদন্তে নেমে বেশ কিছু হিসেব মিলছে না অফিসার নিজাম উদ্দিন এবং ক্রাইম কনসাল্টেন্ট অর্কের। সংক্ষেপে এই হলো আমিনুল ইসলামের বাটারফ্লাই ইফেক্টের প্রেমিজ। সাদামাটা ও বহুল পরিচিত গল্প ভেবে থাকলে আপনি বোকামি করছেন!
বাটারফ্লাই ইফেক্টের সবচেয়ে শক্তিশালী দিক সম্ভবত এর স্বতঃস্ফূর্ততা। আপাত সম্পর্কহীন ঘটনাবলীকে অনায়াসে এক সুতোয় গাঁথতে পেরেছেন লেখক। এক ঘটনা থেকে আরেক ঘটনায় ঘোড়ার চালের মতো লাফিয়ে লাফিয়ে গেলেও ঝুলে থাকতে সমস্যা হয়নি। ছক কষে পরিকল্পনামাফিক এগিয়েছেন লেখক।
আরেকটা শক্তিশালী দিক গল্পের একাধিক স্তর। এক স্তরের খোসা ছাড়ানোর পরেও মনের খোরাকি অবশিষ্ট থাকবে। সূক্ষ্ম কিছু সূত্রের বীজ আগেই বপন করে রেখেছেন লেখক, যেগুলো পরে বিকশিত হয়ে আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়।
বইটার মূল দুর্বলতা এই একাধিক স্তরকে কেন্দ্র করেই। এটি লেখকের গডফাদার সিরিজের প্রিকুয়েল। সে হিসেবে পরের বইগুলোর সাথে সংযোগ স্থাপন করা লাগবে—আচ্ছা বুঝতে পারলাম। কিন্তু এই বইয়ের স্ট্যান্ডঅ্যালোন অ্যান্টাগনিস্টকে ঠিকভাবে বিকশিত হবার সুযোগ না দিয়ে সিকুয়েলগুলোর সাথে এভাবে কানেক্ট করাটা যৌক্তিক মনে হয়নি। একজন মাস্টারমাইন্ড আছেন এই ছাপটা অন্য কোনোভাবে রাখলে শেষটা জমতো বেশি। তবে ৭১ ও ৮৫ পৃষ্ঠার ইঙ্গিত দারুণ কৌশলী হয়েছে, স্বীকার করতেই হবে। কিন্তু নামের বিষয়টা বাঙলা এবং ইংরেজি বর্ণের ভিন্নতার কারণে খুব খেয়াল না করলে বুঝাটা কষ্টকর বটেই।
লেখক এই গল্প ভিত্তি করে ভবিষ্যতে ওয়েব-সিরিজ বানানোর ইচ্ছা ব্যক্ত করেছেন। সেই ভবিষ্যৎ লক্ষ্যের কারণেই কিনা জানিনা কিছু জায়গায় বর্ণনা স্ক্রিপ্ট-রেডি-ইন্সট্রাকশন-এর মতো মনে হয়েছে—স্ক্রিপ্টে যেরকম দৃশ্যের আবহের নির্দেশনা থাকে, সেরকম। এই ব্যাপারটা বইটা পড়ার মসৃণ ধারাকে কিছু ক্ষেত্রে ব্যাহত করেছে।
একটা জিনিস জোর দিয়ে বলছি, অবশ্যই অবশ্যই বইয়ের ফ্ল্যাপ পড়া থেকে নিজেকে বিরত রাখবেন! বই পড়ার মজা বাজেভাবে নষ্ট করে দেবে। একদমই বুঝলাম না, এই পিচ্চি বইয়ের এতোখানি বলে দেবার সিদ্ধান্ত কেন নেওয়া হলো!
এটার প্রচ্ছদ করেছেন আদনান আহমেদ রিজন। চাহিদারা হন্যেরে মতো এখানেও হলুদ (সরিষা হলুদ অবশ্য), লাল ও কালো রঙয়ের ব্যবহার করেছেন। ভালো লাগছে দেখতে। মানুষের অবয়বগুলোর মধ্যে মেয়ে রয়েছে একটা, যথাযথ সংযোজন।
সবমিলিয়ে, দারুণ সময় গেছে বইটা পড়ে। লেখকের প্রকাশিত এবং প্রকাশিতব্য সমস্ত বই পড়ার ইচ্ছা রাখি।
বই : বাটারফ্লাই ইফেক্ট
লেখক : আমিনুল ইসলাম
প্রকাশনা : সতীর্থ প্রকাশনা
প্রকাশকাল : ২০২০
প্রচ্ছদ : আদনান আহমেদ রিজন
পৃষ্ঠাসংখ্যা : ১২৮ (নভেলা সাইজ - ৫" x ৭")
মলাট মূল্য : ২৩০