একটা গোপন কথা ছিল বলবার — সালমা সিদ্দিকা

আমার জন্মই হয়েছিল ভেতরে একটা দানবকে নিয়ে।

খুনি হওয়া ছাড়া আমার কিছুই করার ছিল না। একজন কবি যেমন করে নিজের ভেতর থেকে কবিতা লেখার প্রেরণা পায়, অনেকটা তেমন।

আমার জন্ম হয়েছিল এই দানবকে ধারণ করে। ও আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকতো, প্রভুর মত।

জন্ম থেকেই ও আমার সাথে আছে, থাকবে।

ড. হেনরি হাওয়ার্ড হোমস (আমেরিকান সিরিয়াল কিলার)

খুন ছাড়া আর কোনো কিছুতেই এক্সাইটমেন্ট খুঁজে না পাওয়া সিরিয়াল কিলারদের একটা সাধারণ বৈশিষ্ট্য। একেক জন একেকভাবে সেটাকে ন্যায্যতা দেয়। এরকম সিরিয়াল কিলারের কথা ভাবলে প্রথমেই মনে আসে স্প্যানিশ সিনেমা Mientras duermes [Sleep Tight] – এর সিজারের কথা।

সিজারের সমস্যা সুখী হওয়াকে কেন্দ্র করে, সে কোনো কিছুতেই খুশি হতে পারে না। এমনকি তার জীবনে যখন প্রচণ্ড ভালো কিছু হয় তখনও না! তার জীবনটা আক্ষরিক অর্থেই ‘নাম্ব’! জীবনের কোনো মুহূর্ত সে মনে করতে পারে না যখন সামান্য একটু সুখ সে অনুভব করেছিল। কিছু মানুষ অন্ধ হয়ে জন্মায়, কেউবা বধির, সিজার জন্মেছে অসুখী হয়ে।

কেমন হবে এ ধরনের কোনো সাইকোপ্যাথকে নিজের আশেপাশে পেলে? আর সে যদি হয় প্রাণের বন্ধু?

সাইকোলজিক্যাল থ্রিলার নোভেলা ‘একটা গোপন কথা ছিল বলবার’—এর মূল কনফ্লিক্ট এখানে। মুনিরের সাথে সাথে পাঠক নিজেকে আবিষ্কার করবে বিশ্ববিদ্যালয় পড়াকালীন নস্টালজিয়াতে। স্মৃতির এ গলি ও গলি ঘুরে বেড়াতে পারলে সম্ভবত সবথেকে বেশি রিলেটেবল লাগবে।

সালমা সিদ্দিকার লেখায় আমি মুগ্ধ হয়েছি, অস্বীকার করবার উপায় নেই। চমৎকার ঝরঝরে লেখা, এক বাক্য শেষ করার আগেই আরেকটা দ্রুত এসে পড়ছে—এ এক অন্যরকম অভিজ্ঞতা। বইয়ের সাইজ যেহেতু খুবই কম, মোটে ১২৭ পৃষ্ঠা, হাতে এক-দু ঘণ্টা সময় থাকলেই যথেষ্ট।

গল্পের সিংহভাগ মুনিরের স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে যায়। বর্তমানের নানান ছুতোয় অতীত চলে আসে সদম্ভে। এই সেটআপটা বুদ্ধিদীপ্ত।

সমাপ্তি নিয়ে কারো কারো অভিযোগ উঠতে পারে। আমি বলব, পুরো গল্পের সেটআপটা খেয়াল করে দেখলে এরকমই আসলে হবার কথা। এর বাইরে কোনো পরিণতিই মানানসই হতো না!

সালমা সিদ্দিকার ডাইনি সিরিজ পড়ার জন্য মুখিয়ে থাকবো এখন।

তপুর পরের লাইন দিয়ে শেষ করছি, ‘বন্ধু, সময় হবে কি তোমার?’ পড়ে ফেলুন, রেকমেন্ডেড।

বই : একটা গোপন কথা ছিল বলবার
লেখক : সালমা সিদ্দিকা
প্রকাশনা : বাতিঘর প্রকাশনী
প্রকাশকাল : ২০২১
পৃষ্ঠাসংখ্যা : ১২৮
মলাট মূল্য : ১৮০

Leave a Reply