Mahmudul Hasan
Programmer, Cinephile, Bookworm, Traveler
Programmer, Cinephile, Bookworm, Traveler
ভ্রম সমীকরণের গল্পটা খুবই স্বল্প পরিসরে একটা চরিত্রের দৃষ্টিকোণ থেকে লেখা। লেখনী বেশ ঝরঝরে ছিল তাই এক বসায় পড়ে শেষ করার মতো। তবে সায়েন্স, ফিলোসফি এবং সাইকোলজির যে জটিল টার্মগুলো নিয়ে লেখক কাজ করেছেন সেগুলোর একেকটা নিয়েই হাজার পাতা অ্যানালাইসিস করা সম্ভব! সায়েন্স ফিকশন ঠিক বলবো না বইটাকে, কিন্তু এক অর্থে পুরো বইটাই সায়েন্সের এক্সপ্লানেশন। সবমিলে মোহাইমিনুল ইসলাম বাপ্পীর বইটা পড়তে ভালোই লেগেছে আমার।
বইয়ের শেষে কোনো কোনো পাঠক হয়তো প্রতারিত বোধ করতে পারেন। এমন ইজি-ওয়ে-আউট সমাধান কেন দেওয়া হলো সেটা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। ব্যাপারটা নিতান্তই ব্যক্তিগত মূল্যায়ন। তবে আমার মতে, লেখক যেই সমস্ত টপিকের বুননে মূল গল্প সাজিয়েছেন, সীমিত পরিসরে হলেও, তাতে তেমন কোনো অসঙ্গতি নেই। এছাড়াও, লেখার জনরা এবং স্ট্যাইল এমন যে সব বয়সের পাঠকই সহজে আকর্ষিত হবে।
জুলিয়ান সাহেব বইয়ের প্রচ্ছদও করেছেন মানানসই। তবে পেছনের পাতায় মান্ডালা-চক্ষু ধাঁচের ডিজাইনটার অর্থ অপরিষ্কার।
স্পয়লার অ্যালার্ট
★ বইটা শেষ করা মাত্রই পাঠক বুঝবেন আমি কেন এটাকে সাই-ফাই বলছি না। আদতে এটা জ্যাকব’স ল্যাডারের মতো সাইকোলজিকাল থ্রিলার। নিজের নির্মম পরিণতি ব্রেইন মেনে নিতে না পেরে একটা এলাবোরেট রিয়েলিটি বানিয়ে ফেলেছে।
★ স্বপ্ন আমরা কেন দেখি এ নিয়ে বহুযুগ ধরে গবেষণা চলে আসছে। অনেকে বলেন, স্বপ্নের মাধ্যমে অল্টারনেট রিয়েলিটি পর্যন্ত অ্যাক্সেস করা সম্ভব। আবার স্বপ্ন বা ধ্যানের সময়ে অ্যাস্ট্রাল প্রোজেকশন করে দেহ ছেড়ে অন্যস্থানে চলে যাবার ঘটনাও ঘটেছে আগে। কে জানে, আমাদের পুরো জীবনটা হয়তো অন্য কারো স্বপ্ন! লালনের ভাষ্যে, পুরোটাই মায়ার খেলা।
★ ডিএমটি ড্রাগের মাধ্যমে ইনসেপশন স্টাইলে তিন লেভেলের স্বপ্ন দেখার সাথে কাহিনীটা সুন্দর সাজিয়েছেন লেখক। রাসেল যখন ম্যামথ দেখে তখন সেটা ফার্স্ট লেভেল, যখন বেঁচে গিয়ে তার জীবনযাপন করতে থাকে সেটা সেকেন্ড লেভেল, আর মাঝে মাঝে প্রিমোনিশন দেখার ব্যাপারটা থার্ড।
★ সাতজন বৈজ্ঞানিক মিলে নিউরোনেট বানানোর ব্যাপারটা লেখক খুব বেশি বিস্তৃত করেননি, এটা নিয়েই আলাদা উপন্যাস লেখা সম্ভব। কোনো পাঠক এ ধরনের বই পড়তে চাইলে ফিলিপ কে ডিকের মাইনোরিটি রিপোর্ট পড়ে দেখতে পারেন।
★ বইয়ের মাঝ বরাবর গিয়ে বারবার ফাইনাল ডেস্টিনেশন স্টাইলে প্রিমোনিশন দেখে বেঁচে যাবার ব্যাপারটা সামান্য গৎবাঁধা লেগেছে।
বই : ভ্রম সমীকরণ
লেখক : মোহাইমিনুল ইসলাম বাপ্পী
প্রকাশনায় : চিরকুট প্রকাশনী
প্রকাশকাল : ২০২০
প্রচ্ছদ : জুলিয়ান
পৃষ্ঠাসংখ্যা : ৯৫
মুদ্রিত মূল্য : ১৫০