বকুল ফুল — মনোয়ারুল ইসলাম

বকুল ফুল অতিপ্রাকৃত ঘরানার উপন্যাস। মনোয়ারুল ইসলামের বকুল ফুল ট্রিলজির প্রথম বই। বইটা পড়তে গিয়ে ‘ঘোর লাগা’ অনুভূতি প্রকটভাবে প্রতীয়মান হয়। লেখক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করেছেন বকুল ফুলের পৃথিবীতে। সেই মায়ায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা নির্ণয় করা দুঃসাধ্য।

এটা যেন রহস্যময় সে দুনিয়ায় অতৃপ্ত প্রেতাত্মা স্মিতার সাথে অজ্ঞাতনামা নায়কের ভ্রমণ কাহিনীর গল্প। এক অসম প্রেমের গল্পও বলা যায় এটাকে।

অতিপ্রাকৃত ন্যারেটিভে অতৃপ্ত আত্মার মোটিভ মোটামুটি সংজ্ঞায়িত। দুনিয়াবি বিশেষ কোনো কাজ অসমাপ্ত রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত সেই কাজের সমাধান না হচ্ছে, আত্মা আফটারলাইফে যেতে পারছে না। তেমনই স্মিতার সেই বিশেষ কাজটি বুঝতে হলে, কিছুটা পরাবাস্তব এই জগতে আমাদের নায়ককে ভ্রমণ করতেই হবে। স্মিতার এই নায়ক ‘মশাই’ কিছুটা গ্রুমিং পিরিয়ডের মধ্যে দিয়ে যায় এই উপন্যাসে।

অতৃপ্ত আত্মার ম্যানিফেস্টেশন চাক্ষুষ করতে হলে সেই ব্যক্তিকে স্পেশাল হতে হয়। সাইকিক হোক বা প্ল্যানচেটের মিডিয়াম কোনো এক বিশেষত্ব অবশ্যই প্রয়োজন। মশাইয়ের স্পেশ্যালিটি কিছু যে আছে তা হিন্ট দেওয়া হয়েছে। সম্ভবত সিকুয়েলগুলোতে আরও পরিষ্কার হবে বিষয়টা।

সীমিত কিছু চরিত্র ঘুরে ফিরে এসেছে। তাদের উদ্দেশ্য সম্পর্কে ভাসা ভাসা একটা ধারণা পাওয়া গেলেও, তাদের ড্রাইভটা কী সেটা সম্ভবত ইচ্ছে করেই এড়িয়ে গিয়েছেন লেখক।

লেখকের গল্প বলার ভঙ্গিমা আকর্ষণীয়। পাতার পর পাতা উপমা, অলংকার দিয়ে রহস্যময় এই পৃথিবীটা সৃষ্টি করতেই বেশি মনযোগী ছিলেন সম্ভবত। মূল গল্পে ঢুকতে অনেক দেরী করেছেন। বই শেষে যতোটা না উত্তর পাওয়া গেছে তার থেকে ঢের বেশি প্রশ্ন তৈরী হয়েছে। প্রসঙ্গক্রমে, আংটির কথাই ধরা যাক। এ জিনিসের গুরুত্ব বুঝা গেলেও সেটা কুয়োতে ফেলে দিলে কীভাবে স্মিতার স্থায়ী মুক্তি হতে পারে সেটা অপরিষ্কার। এবং যেহেতু সিকুয়েলও আছে একই চরিত্র নিয়ে, মুক্তি যে আদপেও মিলছেনা সেটাও অনুমেয়।

আমি আশা করছি ১ম বইয়ের বিশদ সেটআপ কাজে লাগিয়ে সিকুয়েলগুলো আরও পরিপক্ব হয়েছে। কারণ সামগ্রিকভাবে আমার মনে হয়েছে, এই বইটা সিরিজের এস্টাব্লিশমেন্ট পারপাজ সার্ভ করেছে। মূল গল্পের চড়াই-উৎরাই সামনে দেখার বাকি আছে।

বইয়ের প্রচ্ছদ রঙ ঝলমলে উজ্জ্বল। স্মিতার অবয়ব নজরকাড়া। প্রথম দেখায় অনিন্দ্যসুন্দরী শাঁকচুন্নির মতো লাগে! মনে গেঁথে থাকবে অনেকদিন।

হার্ডকোর অতিপ্রাকৃত-প্রেমীদের বেশ ভালো লাগবে পড়তে। রেগুলার থ্রিলার পাঠকদের সম্ভবত একটু কষ্ট করতে হবে।

বই : বকুল ফুল
লেখক : মনোয়ারুল ইসলাম
প্রকাশনা : নালন্দা
প্রকাশকাল : ২০১৯
প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর
পৃষ্ঠাসংখ্যা : ১৩৬
মলাট মূল্য : ৩০০

Leave a Reply