Mahmudul Hasan
Programmer, Cinephile, Bookworm, Traveler
Programmer, Cinephile, Bookworm, Traveler
অনেক আগে Mashroof Hossain এর পোস্ট দেখেছিলাম পেঙ্গুইনের লিটল ব্ল্যাক সিরিজ নিয়ে। ৮০ টা ক্লাসিক বইয়ের সেট। দেখেই দারুণ পছন্দ হয়ে গিয়েছিলো। উনি সম্ভবত বাতিঘর-ঢাকা থেকে কিনেছিলেন। আমি অনেক খোঁজ করেও এটা আর পেলাম না। বাতিঘর-সিলেটেও বেশ কয়েকবার খুঁজেছিলাম!
অনেক জল ঘোলা হবার পর বুঝলাম আমাজন ইন্ডিয়া থেকে আনিয়ে নিলেই পারি। এ কাজে প্রসিদ্ধ নানা পেইজ ঘেঁটে Books of Bengal-এর সন্ধান পেলাম। ওঁদের দিয়ে অর্ডার দিলাম। বেশ কিছুদিন অপেক্ষার পর সেই অর্ডার আবার ক্যানসেলও হয়ে গেল, আর দাম বেড়ে আগের দ্বিগুণ!
আবার কিছুদিন পরে প্রথমবারের চেয়েও কমে আমাজনে অ্যাভেইলেবল হবার পরে অর্ডার করালাম। এর মধ্যে চলে গেছে প্রায় এক মাস। সেই সিরিজ অবশেষে পৌঁছেছে আমার কাছে। যদিও সম্ভবত আমাজন ডেলিভারি প্রসেসের কোনো স্টেপে ৮০টা থেকে ২টা বই গায়েব হয়ে গেছে!
জুন মাস থেকে শুরু হওয়া এই অর্ডার প্রসেসিং কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতা থেকে কম নয়!
মহাভারত ও রামায়ণ নিয়ে আগ্রহ থেকে রাজশেখর বসুর এই দুই সারানুবাদ সংগ্রহের ইচ্ছে অনেক আগে থেকেই ছিল। এরইমধ্যে Bhabna Mukherjee-এর ভিডিও থেকে জানলাম বাণী বসুর মহাভারত সিরিজ সম্পর্কে—কালিন্দী, কৃষ্ণ, ক্ষত্তা, ক্ষত্রবধূ, সুযোধন দুর্যোধন ও পাঞ্চালকন্যা কৃষ্ণা।
বুকস অফ বেঙ্গল-কে জানালাম। তাঁরা পাঞ্চালকন্যা কৃষ্ণা পেল না প্রকাশনী থেকে আউট অফ প্রিন্টের কারণে। প্রায় যে মুহূর্তে তাঁরা জানাচ্ছে এটা নেই তখনই বাতিঘর সিলেটে এটার এক কপি ম্যানেজ করে ফেলতে পারলাম। বড়ই সৌভাগ্য আমার।
হবিট ও লর্ড অফ দ্য রিংস, আ সঙ অফ আইস অ্যান্ড ফায়ার যা গেইম অফ থ্রোনস্ নামে বেশি পরিচত—এগুলো আমরা জামাই-বৌ দুইজনেরই অন্যতম প্রিয়। হবিটের এই এডিশনটাই আমরা বেশি পছন্দ করেছি। গটেরটা আমাজনের ছবি আর প্রোডাক্ট মেলেনি যদিও, তবে আমরা সন্তুষ্ট।
সুপ্রিয় লেখক Masudul Haque-এর ভেন্ট্রিলোকুইস্ট, মিনিমালিস্ট সিরিজটা আমাদের অসম্ভব প্রিয়। বই দুইটার ভারতীয় সংস্করণের প্রচ্ছদ ভীষণ নজরকাড়া, আর বইতেও খানিকটা পরিমার্জন এসেছে। প্রচ্ছদ করেছেন ট্যালেন্টেড Mahatab Rashid, সিমপ্লি অ্যামেইজিং কাজ হয়েছে এগুলো। এই দুই কপির জন্য তৃষ্ণার্ত কাকের মতো অপেক্ষায় ছিলাম। সামনা-সামনি আরও দুর্দান্ত লাগছে দেখতে।
খালেদ হোসেইনি-র সব বই সংগ্রহ করার ইচ্ছে আছে। আপাতত A Thousand Splendid Suns, The Kite Runner, And The Mountains Echoed — এই তিনটা নিলাম।
মিস্টবর্ন সিরিজটা নিয়ে BhumiProkash কাজ শুরু করেছে, ওঁদের জন্য শুভকামনা। এর মধ্যে দেখি অরিজিনালটা পড়ে ফেলা যায় কিনা!
বুকস অফ বেঙ্গল থেকে এই প্রথম বই নিলাম। সবমিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। যে কাউকে চোখ বন্ধ করে রেকমেন্ড করা যায়। ওঁদের চেয়ে সাশ্রয়ী সম্ভবত আর কোনো পেইজ নেই। ব্যবহারও চমৎকার। আরেকটা প্লাস সাইড হলো কার্ডে পেমেন্ট করা যায়, এসএসএলকমার্জ-এর সুরক্ষিত লিংক থেকে পে করেছি প্রত্যেকবার। বিকাশে দিতে গেলে খবর হয়ে যেতো। আমার মনে হয় সব বুকশপের ধীরে ধীরে এই অপশনটা অ্যাড করা উচিত।
বই পড়ুন, বইয়ের সাথেই থাকুন, ঋদ্ধ হোন