Mahmudul Hasan
Programmer, Cinephile, Bookworm, Traveler
Programmer, Cinephile, Bookworm, Traveler
ব্যাক-টু-ব্যাক ‘ডাইনী’ ও ‘ডাইনী পুনরাগমন’ পড়ে এখন নিজের বউকেও ভয় পাচ্ছি! আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে খেয়াল করে দেখলাম শুকিয়ে যাচ্ছি কিনা! জোকস্ অ্যাপার্ট—মিশ্র অভিজ্ঞতা হয়েছে বই দুইটা পড়ে।
ডাইনী বইয়ের গল্পে মূলত ডাইনীর সেটআপ করা হয়েছে। ডাইনী হিসেবে নানা চড়াই-উৎরাই পেরিয়েছেন প্রটাগনিস্ট। তার জীবন সংগ্রাম এ বইয়ের উপজীব্য। পড়তে মজা কিন্তু তার প্রতি কোনো টান বা সহানুভূতি অনুভব করা দুষ্কর।
অপরদিকে ডাইনী পুনরাগমন ভিন্ন স্ট্যাইলে ভিন্নভাবে ডাইনী বিষয়টাকে ব্যবহার করেছে। প্রথম বইটা পুরোটাই ডাইনী-ফোকাসড গল্প, ফার্স্ট-পারসন ন্যারেটিভে, সংকীর্ন দৃষ্টিভঙ্গিতে সবকিছু এগিয়েছে। দ্বিতীয়টাতে ডাইনী বিষয়টা অনেক উপাদানের একটা মাত্র। এখানেও যদিও গল্পের বৃহদাংশ একজনের পয়েন্ট অভ ভিউ থেকেই আগায় তবুও এটা আলাদা। এখানে পাঠক চাইবে যেকোনো কিছুর বিনিময়ে ডাইনী যেন তার লক্ষ্যে পৌঁছায়।
এই ডাইনী উপমহাদেশের প্রচলিত ডাইনীদের মতো আবার ইউরোপিয়ান লোরেও সমৃদ্ধ। খারাপ নজর লেগে যাওয়া, অনিষ্ট ভাবা এসব তো চিরায়ত বাংলার মুখে মুখে চলে আসছে।
এ জাতীয় অতিপ্রাকৃত বিষয়ে আমার গো-টু গাইড সুপারন্যাচারাল টিভি সিরিজ। সেখানে স্ট্রিগা নামে আলবেনীয় উইচ বা ডাইনী আছে। যার সাথে আমাদের ডাইনীর সাদৃশ্য পাওয়া যায়। সহবাসের মাধ্যমে জীবনী শক্তি শোষণ করা বৈশিষ্ট্যটি সাকিউবি বা সাকিউবাস-দের ক্ষেত্রেও লক্ষ করা যায়। তবে তাঁদের প্রকার ও মাধ্যম আলাদা।
সবমিলিয়ে, এই বইয়ে আলোচ্য বিষয় অর্থাৎ ডাইনীর ব্যাপারে আগ্রহ থাকলে ‘মনোরঞ্জনের’ জন্য এই সিরিজ বেশ ভালো উপায়। গল্প কথনের ভাবটাই এমন যেন সবকিছুই বুঝি খুব স্বাভাবিক—এমন তো হতেই পারে। মনে হতে পারে বিশাল সাসপেন্স, অ্যান্টিসিপেশন নেই। কিন্তু খেয়াল করলেই বুঝা যাবে গল্পটাই ইটসেলফ অনেক ইন্ট্রিগিং!
এরকম আরও লেখা আসুক, কলম চলতে থাকুক। শুভকামনা।
বই : ডাইনী, ডাইনী পুনরাগমন
লেখক : সালমা সিদ্দিকা
প্রকাশনা : তাম্রলিপি
প্রকাশকাল : ২০১৮, ২০২১
পৃষ্ঠাসংখ্যা : ১৮৪, ২১৬
মলাট মূল্য : ৩০০, ৪০০