Mahmudul Hasan
Programmer, Cinephile, Bookworm, Traveler
Programmer, Cinephile, Bookworm, Traveler
এই ধুলো ধুলো শহর
মেঘদল
তোমার।
আমার।
আসতে পার।
চলে যেতে পার।
এই পৃথিবীর বিষন্ন ধুলোয় মিশে যেতে পার।
তবু, এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর
বারবার তোমাকে ফিরে পেতে চাইবে
এই করুণ নেক্রপলিসে।
ঢাকার যাদুবলয় থেকে মুক্তির উপায় মেঘদল যেমন পায়নি; খুঁজতেও চায়নি। তেমনই ঢাকায় ফাগুন উপন্যাসের হাসান মাহফুজ, জহির বারবার ঘুরে ফিরে আসছে এই অচিন শহরে। যুগ-যুগান্ত পেরিয়েও তারা ফিরে আসছে এই বিষাদময় শহরে।
ঠিক ধরেছেন, ঢাকা এ উপন্যাসের মজ্জাগত, প্রাণ। টাইম ট্রাভেলের চালে মানুষ চলে আসছে যখন তখন। সে এক এলাহি কারবার। আদি ঢাকার রূপ, রস, যৌবন সাড়া দিচ্ছে কোনো মায়াবলে। কখনো বৃটিশ ভারত, কখনো পাকিস্তান আমল—ঢাকা তবু অবিচল।
ঢাকায় ফাগুনের শক্তিশালী দিক এর হালকা চালে গল্প বলার ভঙ্গিমা। বহুদিন বাদে বন্ধুর সাথে দেখা হলে মানুষ যেমন লাগাম ছাড়া কিসসা শোনায়—ব্যাপারটা সেরকম। আরও মজার বিষয় অর্ধেকের বেশি অধ্যায় যেন একেকটা ছোট গল্প—যদিও ঢাকায় ফাগুন গল্প সংকলন নয়। তবে কি লেখকের মাথা বিগড়ে গেছে? না জনাব। অদ্ভুত অ্যাডভেঞ্চার-ধরনের গল্পগুলোই শিকড় বাকড় গেড়ে মহীরুহ হয়েছে।
ঢাকায় ফাগুন দারুণ ভালো লেগেছে। লেখকের জন্য শুভকামনা। সবার পড়া উচিত বইটা।
কখনো কল্পবিজ্ঞান, কখনো তন্ত্রমন্ত্র, মাথা যখন তালগোল পাকিয়ে যাচ্ছে—সমাপ্তিটা নিয়ে অনেকের আক্ষেপ জাগতে পারে। স্পয়লার এলার্ট দিচ্ছি এই পর্যায়ে!
স্পয়লার অ্যালার্ট
অ্যাস্ট্রাল প্রোজেকশন একেবারেই অপরিচিত এলিমেন্ট নয়। সম্প্রতি নেটফ্লিক্সের বিহাইন্ড হার আইজ অথবা সুপারন্যাচারাল সিরিজে এটা ঘুরেফিরেই এসেছে। এমনকি এসোটেরিসিজমের গুরুত্বপূর্ণ উপাদান এটি। শরীর থেকে বেরিয়ে আত্মা নিজস্ব যে ফর্ম ধারণ করে তাকে অ্যাস্ট্রাল বডি বলে। এই আত্মা তখন সারা বিশ্ব পরিভ্রমণও করতে পারে! লেখক যদিও এটাকে আরেক মাত্রা বাড়িয়ে একেবারে নানান সময় পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। অবশ্য জহিরের বারবার নিজের নাম ভুলে যাবার প্রচেষ্টা গেইম অভ থ্রোন্সের ফেইসলেস মেনদের কথা মনে করিয়ে দিচ্ছিল!
বই : ঢাকায় ফাগুন
লেখক : হাসান ইনাম
প্রকাশনা : বাতিঘর প্রকাশনী
প্রকাশকাল : ২০২১
পৃষ্ঠাসংখ্যা : ১৯২
মলাট মূল্য : ২২০