Mahmudul Hasan
Programmer, Cinephile, Bookworm, Traveler
Programmer, Cinephile, Bookworm, Traveler
অবশেষে শিবব্রত বর্মনের ‘ডোন্ট রাইট মি’ পড়তে পারলাম! এই গল্পটার জন্য কিশোর বাংলা – জানুয়ারি সংখ্যা অর্ডার করেছিলাম সেই জুলাইয়ের ১৮ তারিখে। এত দিন বাদে আজকে হাতে পেলাম। সবুরের ফল মিঠা!
বর্তমানে যে কোনো বিচারে সবচেয়ে অ্যান্টিসিপেইটেড বাংলা ওয়েব সিরিজ ঊনলৌকিক। প্রত্যেকটা পর্ব দারুণ এফোর্ট দিয়ে নির্মাণ করা হচ্ছে। তার ফলাফল পাচ্ছি মনোমুগ্ধকর এই অ্যাডাপ্টেশনে। প্রত্যেকটা পর্বই শিবব্রত বর্মনের গল্প থেকে নির্মিত হচ্ছে। দ্বিতীয় পর্ব ‘ডোন্ট রাইট মি’ দেখার পরেই মূল গল্পটা পড়ার জন্য অস্থিরতা অনুভব করছিলাম।
মূল গল্প ও এই পর্বের অ্যাডাপ্টেশন একেবারেই আলাদা। ‘মরিবার হলো তার স্বাদ’ বা ‘মিসেস প্রহেলিকা’ পর্বগুলো যতখানি সোর্সের প্রতি ফেইথফুল, এটা তেমন নয়। গল্পটা বেশ ভালোরকম পরিবর্তন করা হয়েছে। পর্বটি দারুণ ভালো লেগেছে। তবে আমার মতে মূল গল্পটি অন্যরকম রহস্যময় একটা সমাপ্তি টেনেছে। এই ট্রাজিক পরিসমাপ্তিটার আবেদন একেবারেই আলাদা!
আমি বুঝতে পারছি বইয়ের পাতায় যেভাবে, যে আঙ্গিকে এই গল্পটা বাঁক নিয়েছে সেটা স্ক্রিন উপযোগী না হয়তো। কিন্তু ট্রাস্ট মি, গল্পটার ট্রিটমেন্ট একেবারেই ভিন্ন।
যারা এখনো সিরিজটি দেখেননি, ডু ওয়াচ ইট, ওয়ার্দি সময় কাটবে। বাংলাদেশে এরকম কিছু নির্মাণ করা হয়েছে সেটা অবিশ্বাস্য। আর যারা শিবব্রত বর্মন পড়েননি, মাস্ট রিড। বানিয়ালুলু কিনে পড়েন। প্রথম আলোতেও অনেক গল্প পাবেন, চমৎকার সব একেকটা গল্প!
কারো কাছে ‘হ্যালো লেডিজ’-এর মূল গল্পের ঠিকানা থাকলে অনুগ্রহ করে জানিয়ে বাধিত করবেন, ধন্যবাদ।