হান্নান বোতলে পরী আটকে রাখে — ওয়াসি আহমেদ

যত্তসব উদ্ভট আবোলতাবোল ছাইপাঁশ লেখা। কিন্তু ধরেন পড়তে ভাল্লাগে, খুশীতে, ঠ্যালায়, ঘোরতে। এটা বড়দের হযবরল। লেখক যেমন গাঁজা খেয়ে লিখেছে, পড়লেও মনে হবে এসিড ট্রিপ। পুরাই মাল খেয়ে টাল।

আমাকে মুগ্ধ করেছে অ্যাবসার্ড হিউমরের সার্থক প্রয়োগ, জাস্ট ব্রিলিয়ান্ট। পপ কালচার স্যাভি যে কারো বইটা পড়তে মজা লাগবে, গ্যারাটিন্ড। কাহিনী, চরিত্র, সেটআপ, ন্যারেশন সবকিছুই উদ্ভট কিন্তু মজার।

নর্স মিথলজি সবার বাপের সম্পত্তি। যে যার মতো দেদারছে ভাঙছে, গড়ছে। সুতরাং মার্ভেল, ডিসি ভয় পাও, আমাদের ভয় পাও! লুঙ্গি পরা থর কিন্তু সাংঘাতিক। অন্তত আমরা চাচাকে ভাই বানায়নি!

হান্নানের গল্পটা টিপিকাল হিরোর জার্নি। কিছুটা মকারি, কাইন্ডা লাইক সাইতামা। গল্প এটার স্ট্রং স্যুট না অবশ্যই। কীভাবে বলা হচ্ছে সেটা ডোপ। আগাগোড়া এঞ্জয়েবল।

ফ্যান্টাসি, সাই-ফাই, স্যাটায়ার, ব্ল্যাক-কমেডির জগাখিচুড়ি এটা। তবে এলিমেন্টগুলো কেয়ারফুলি ব্যবহার করা হয়েছে। যেমন, সাই-ফাই এলিমেন্টটা কারেন্ট সায়েন্টিফিক থিউরির সাথে সামঞ্জস্যপূর্ণ।

এরকম ইন্টেলিজেন্ট এক্সপেরিমেন্ট আরো চলুক। হান্নানের বাপ-মা সামনে আসুক! এই ধাঁচের লেখা আরো লিখলে ফারদার ইম্প্রুভমেন্ট এমনিই হবে। শুভকামনা।

বই : হান্নান বোতলে পরী আটকে রাখে
লেখক : ওয়াসি আহমেদ
প্রকাশনা : অবসর প্রকাশনা সংস্থা
প্রকাশকাল : ২০২১
পৃষ্ঠাসংখ্যা : ২৪৮
মলাট মূল্য : ৪৩০

Leave a Reply