কুটি কবিরাজ সমগ্র ১: জামশেদ মুস্তফির হাড়

“আমি ফিসফিস করে বললাম, ‘কুটি, দেখো, ওখানে যেন একটা লোক বসে আছে।’ ও চমকে ওঠে কোদাল থামিয়ে তাকাল। তারপর ভীতু ভীতু হেসে বললো, ‘গর্দভ, ওটা তো একটা ছাতা, লোক পেলে কোথায়!’ বলেই কপালের ঘাম মুছে আবার কোদাল চালাতে লাগল।
নিশুত রাতের বিজন গোরস্থানে দুই বুড়োর কাণ্ডকারখানা দেখে হাজার সাহসী লোকও এখন ভিরমি খেয়ে ফিট হয়ে যাবে। কুটি-কবিরাজকে দেখাচ্ছে খুদে প্রাগৈতিহাসিক জন্তুর মতোন। ফোঁস ফোঁস করে শ্বাস ফেলছে…”

নাফে মোহাম্মদ এনাম জিজ্ঞাসা করেছিলেন, কুটি-কবিরাজের গল্পগুলোকে কোন ঘরানায় ফেলা যায়, হরর? কল্পবিজ্ঞান? লেখক আবদুল হাই মিনার উত্তর দিয়েছিলেন, “ভুতুড়ে বিজ্ঞান গল্প”। অর্থাৎ কিনা, সাই-ফাই হরর স্টোরি—এবং এই ঘরানায় এটা ইউনিকই বটে। শুধু কল্পবিজ্ঞান গল্প বা ভুতুড়ে গল্প অনেকই আছে তবে এমন অ্যাডভেঞ্চার কেন্দ্রিক ভুতুড়ে কল্পবিজ্ঞান গল্প দুর্লভ! পড়তে গিয়ে খানিকটা ইন্ডিয়ানা জোন্সের মতো অ্যাডভেঞ্চারের স্বাদ পাওয়া যায়।

মাসিক শিশু-কিশোর পত্রিকা ‘শিশু’-র পর পর তিন সংখ্যায় (১৯৮৭, ‘৮৮, ‘৮৯) যথাক্রমে হুমায়ূন আহমেদ, আবদুল হাই মিনার ও হুমায়ুন আজাদের তিনটি সম্পূর্ণ কিশোর উপন্যাস প্রকাশিত হয়। এঁনাদের মধ্যে শুধু ২য় জনই লেখালেখির জগতে প্রায় অপরিচিত হয়ে যান। সেই ‘৮৮ সালে এমন অদ্ভুত, বিস্ময়কর, অতীব বিচিত্র চরিত্র ও মৌলিক গল্প প্রকাশিত হয়েছিল জানার পর সাংঘাতিক উত্তেজনা অনুভব করি বইটা পড়ার জন্য। গল্পগুলো পড়ে ও লেখকের শহরেরই আমি বাসিন্দা জেনে নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করছি!

কুটি-কবিরাজ ও তার সকল অ্যাডভেঞ্চারের সঙ্গী কর্নেল তুলুর জগতে কিছুদিন নিমজ্জিত ছিলাম। সিলেটের জাফলং, ডাউকি বা পাহাড়ি শিলংয়ের রোমাঞ্চকর ‘অতীব আশ্চর্য জগতে’ একরকম ঘোরের মধ্যে ছিলাম। মনে হচ্ছে লুকানো মণিমুক্তার সন্ধান পেলাম। ক্রিমিনালি আন্ডাররেটেড লেখক ও তাঁর সৃষ্টি। আমার ধারণা কুটি-কবিরাজ অদূর ভবিষ্যতে কাল্ট ফলোয়িং পেয়ে যাবে।

লেখকের রচনাশৈলী একেবারেই ভিন্ন এবং উপভোগ্য। অদ্ভুত সব শব্দ ও উপমার প্রয়োগে পড়াটা অনেক জব্বর হয়েছে। তবে সামাদুন-দেওলার অর্থ বুঝতে বেগ পেতে হয়েছে—এরকম প্রচুর অদ্ভুত, অপ্রচলিত, আপাতদৃষ্টিতে বানোয়াট শব্দ আছে। কর্নেল তুলুর নিবাস ‘ধনফকির লেন’ পড়ে হাসবো না যুক্তিবিচারে সিস্টেম ক্র্যাশ করবো বুঝিনা, এটা কি ধনীদের না ফকিরের পাড়া!

কুটি-কবিরাজ অভিজ্ঞ করার সুযোগ করে দেয়ার জন্য প্রতিচ্ছবি প্রকাশনীর প্রতি কৃতজ্ঞ। তবে আমার অনুযোগ হচ্ছে, বইটার প্রোডাকশন ভ্যাল্যু আরও ভালো কিছু ডিজার্ভ করে। ৪৫০ টাকা মুদ্রিত মূল্যের বইয়ের পৃষ্ঠা বা বাঁধাই ঝকঝকে হওয়া উচিৎ মনে করি। এই প্রকাশনীর আরও কিছু বই কিনেছি, যেমন রিবার্থ-এর বাঁধাই এবং পৃষ্ঠা এটার চেয়ে বেটার মনে হয়েছে।

যাইহোক, আরও বিশাল কলেবরে কুটি-কবিরাজকে দেখবার আশা পোষণ করছি।

বই : কুটি কবিরাজ সমগ্র ১: জামশেদ মুস্তফির হাড়
লেখক : আবদুল হাই মিনার
প্রকাশনা : প্রতিচ্ছবি প্রকাশনী
প্রকাশকাল : ২০২১
পৃষ্ঠাসংখ্যা : ২৩০
মলাট মূল্য : ৪৫০

Leave a Reply