নেক্সট — মোহাম্মদ নাজিম উদ্দিন

বেগ-বাস্টার্ড সিরিজের ‘নেক্সট’ নিয়ে বইপাড়ার সবার মতো আমিও এক্সাইটেড ছিলাম।

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মার্চের ৩ তারিখ বইটা প্রকাশিত হলো।

২৫০ কিলো পাড়ি দিয়ে, জাদুর শহর ঢাকার জ্যাম ভেঙ্গে ৪ তারিখ বইমেলায় গেলাম। জিনিয়া ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে মোহাম্মদ নাজিম উদ্দিন ভাইয়ের অটোগ্রাফ নিলো। এই প্রথম সাক্ষাৎ ভাইয়ের সাথে, উইয়ার্ডলি ফানি আলাপ-সালাপ হলো—সে গল্প আরেকদিন।

যাইহোক, বই হাতে নেবার পরে দেখি এটা দ্বিতীয় মুদ্রণ কপি! এক দিনের ব্যবধানে প্রথম মুদ্রণ শেষ দেখে বুঝলাম, আমাদের মতো ক্রেজি ফ্যানের অভাব নেই। একদিকে যেমন জিনিসটা খুব এক্সাইটিং লাগছিল, বিশাল ক্রেজের অংশ মনে হচ্ছিল নিজেদেরকে; অপরদিকে এক বুক হাহাকার, এতো তাড়াহুড়ো করে গিয়েও প্রথম কপি না হোক, প্রথম মুদ্রণও সংগ্রহ করতে পারলাম না!

প্রি-অর্ডার করলে হয়তো অটোগ্রাফ সহ প্রথম মুদ্রণ কপিই পেতাম। কিন্তু দীর্ঘ লালিত ইচ্ছা ছিল নাজিম ভাইয়ের সঙ্গে সামনাসামনি দেখা করার।

আজকে জানতে পারলাম শুধু রকমারিতেই ১০০০+ কপি সেল হয়েছে বইটা। অন্যান্য অনলাইন বুকশপ মিলিয়ে নিশ্চয় কয়েক হাজার কপি গেছে। সীমিত সময়ের মধ্যে এতো কপি, আমার দৃষ্টিতে বেশ বড় অ্যাচিভমেন্ট।

বই কেমন লেগেছে? এক কথায়, দারুণ। কেউ কেউ দেখলাম বইয়ের নামকরণ কেন ‘নেক্সট’ সেটা ধরতে পারছেন না। একটু মনে করে দেখুন, সেই নেমেসিস-এ যে বেগ-বাস্টার্ড ছিল তাদের এখন কী পরিমাণ পরিবর্তন এসেছে চারিত্রিকভাবে।

মনে হচ্ছে না, বেগ লম্বা একটা রাস্তা পাড়ি দিয়ে অনেকটা বাস্টার্ডের মতো হয়ে যাচ্ছে? একইভাবে, বাস্টার্ড কিছুটা বেগের মতো? এই যে হাফ-ওয়েতে এসে দুজন মিশেছে, মেটামরফোসিস হয়ে দুজন প্রায় একাকার হয়ে গেছে, আলাদা করে ঠাহর করা যাচ্ছে না—এখান থেকেই নতুন কিছুর সূচনা কিংবা শেষ। যে কোনোভাবেই এটা নতুন কিছুর ইঙ্গিত দেয়, নতুন ভোরের স্বপ্ন দেখায়। আমার বিচারে স্বার্থক নামকরণ ‘নেক্সট’।

বইটা নিয়ে এমন ভাবালুতা কারো কারো আদিখ্যেতা মনে হতে পারে। কিন্তু কী আর করা, থাকে না কিছু জিনিস আবেগের, মনে করেন এটাও তাই।

বই : নেক্সট
লেখক : মোহাম্মদ নাজিম উদ্দিন
প্রকাশনা : বাতিঘর প্রকাশনী
প্রকাশকাল : ২০২২
পৃষ্ঠাসংখ্যা : ৪৪৮
মলাট মূল্য : ৫০০

Leave a Reply