Mahmudul Hasan
Programmer, Cinephile, Bookworm, Traveler
Programmer, Cinephile, Bookworm, Traveler
বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতারই সুতোয় বোনা
একটি রঙিন চাদর…
বই শেষ হবার পরেও যদি তার রেশ থাকে, আমার মতে সেটাই বইয়ের সার্থকতা। রেশ থাকার নানান প্রকারভেদ থাকতে পারে। অনাহূত বইয়ের ক্ষেত্রে সিক্যুয়েলের প্রত্যাশা অন্যতম।
উপন্যাসে চিত্রিত মূল গল্পটা শেষ। কিন্তু গল্পের আরেকটা স্তর থাকে না? গল্পের পেছনের গল্প? সেটা জানার জন্য আমি সবথেকে বেশি উতলা!
অনাহূত উপন্যাসের প্রেক্ষাপট সিরিয়াল কিলিং। যে কোনো খুনই নৃশংস, কিন্তু উদ্দেশ্যবিহীন খুন সম্ভবত আরও স্পর্শকাতর। একটা কারণ না থাকলে মানুষের মন অস্থির হয়ে পড়ে। অস্থিরতার পারদ তুঙ্গে ওঠে যখন খুনের সাথে নারী চরিত্রের সংযোগ খুঁজে পাওয়া যায়। নারী সিরিয়াল কিলার! কম্বিনেশনটা পোক্ত!
ডাকসাইটে গোয়েন্দা দারাশিকো এ অদ্ভুত খুনের তদন্তকারী। সঙ্গে যোগ হয়েছে আরও কয়েকজন তরুণ অফিসার। দারাশিকো হোমস বলে খ্যাত এ প্রবীণ গোয়েন্দা শার্লকের মতো সূক্ষ্ম সূক্ষ্ম সূত্র ধরে পরবর্তী খুনের ব্যাপারে জেনে যাচ্ছেন। কিন্তু খুনি কোনো না কোনোভাবে ঠিকই তাঁকে ফাকি দিয়ে বেরিয়ে যাচ্ছে। বেশ ড্রামাটিক ক্যাট-অ্যান্ড-মাউস-চেইজ চলে।
অনাহূত উপন্যাসের শক্তিশালী দিক সম্ভবত পাঠককে সবসময় গেসিং এর উপরে রাখতে পারাটা। সারা উপন্যাস জুড়ে নানা ভাবে হিন্টস ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারাটাও ভালো। ইন্ট্রেস্টিং কিছু চরিত্রের আনাগোনা পাঠককে বিভিন্ন সময়ে রিলিফ দেয়।
অবশ্যই লেখকের উন্নতি করার স্কোপ আছে, সেটা ঝানু লেখকেরও থাকে। ভাষা ও ভাবগত কিছু জিনিস আউট অভ প্লেস মনে হতে পারে। কিছু কেমিস্ট্রি গড়পড়তা ধাঁচের মনে হতে পারে। তবে লেখক নিয়াজ মোরশেদ রেজা সাহেবের মুনশিয়ানা হচ্ছে প্রচলিত গোয়েন্দা-সিরিয়াল-কিলিং কাহিনীকে ভিন্ন আঙ্গিকে পেশ করতে পারা। এবং যে সমস্ত ইঙ্গিত উনি দিয়েছেন তাতে অনাহূত বইটা দারুণ কোনো সিরিজের সূচনা হতে পারে।
তুলনামূলক সবচেয়ে দুর্বল দিক দারাশিকো চরিত্রটি নিজেই। তাঁর রহস্যময় অতীত ও বর্তমান চারিত্রিক চিত্রায়ন—ব্যাপারটা ভীষণ ঝাপসা। সামনে পরিষ্কার করার সুযোগ আছে মানছি কিন্তু এখানে এতো ধোঁয়াশা রাখাটা এই ‘ডাকসাইটে’ চরিত্রকে সুবিচার করেনি।
ঈহার প্রোডাকশন চমৎকার। বইটা হাতে নিতে অনেক আরাম লাগে। প্রচ্ছদকার আদনান আহমেদ রিজন দারুণ কাজ করেছেন, প্রশংসনীয়।
সবমিলিয়ে বইটা সিরিয়াল কিলিং কেন্দ্রিক রহস্য সমাধান যারা পছন্দ করেন তাঁদের জন্য দারুণ একটা অভিজ্ঞতা হতে পারে।
বই : অনাহূত
লেখক : নিয়াজ মোরশেদ রেজা
প্রকাশনা : ঈহা প্রকাশ
প্রকাশকাল : ২০২১
পৃষ্ঠাসংখ্যা : ২০৮
মলাট মূল্য : ৩৬০