Mahmudul Hasan
Programmer, Cinephile, Bookworm, Traveler
Programmer, Cinephile, Bookworm, Traveler
মাঝে মাঝে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা করে। কিছু ভালো লাগে না, কিছু না। একাকীত্ব আমাকে গ্রাস করে ফেলেছে। আশেপাশে একটি মানুষ নেই, যার সঙ্গে দু’দণ্ড বসে কথা বলতে পারি, একটু মন খুলে হাসতে পারি। আমার কোন বন্ধু-মিত্র কেউ নেই। আমাকে একজন কয়েদীর মতো রাখা হয়েছে। চারপাশে নাকি মুখোশধারি শত্রু গিজগিজ করছে। আমাকে সাবধানে থাকতে হবে। কী হবে এতো সাবধানতায়?
অন্তঃশূন্যে অন্ধ হিম একটা অপ্রত্যাশিত বিস্ময় নতুন বইগুলোর মধ্যে! এখন পর্যন্ত তেমন কোনো আলোচনা, প্রচারণা চোখে পড়েনি বইটা নিয়ে। যদি ধরেও নেই, মাত্র ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছে। তাই হয়তো তেমন কেউ পড়ার সুযোগ পায়নি। তবুও এতো দারুণ বই নিয়ে কোনো পক্ষ থেকে কোনো গুঞ্জনই পেলাম না, সেটা অবাক করা ব্যাপার।
বিশ্বাস করা কষ্টকর এটা লেখিকার প্রথম বই। পড়ার আগেও জানতাম না। পড়তে পড়তেও টের পায়নি। ভীষণ পরিণত লেখা। অলংকারপূর্ণ, মনোমুগ্ধকর রচনাশৈলী, চিত্তাকর্ষক ন্যারেটিভ; প্রথম থেকে শেষ পর্যন্ত মোহিত করে রেখেছিল। ঝড়ের গতিতে পড়ে ফেলতে এক প্রকার বাধ্য হয়েছি। ১৬৪ পৃষ্ঠার বই ২ ঘণ্টাও লাগেনি! এতোটাই দারুণ, টুউ গুড।
ফার্স্ট-পারসন ন্যারেটিভে লেখা বিধায় কানেক্ট করতে সহজ হয়েছে। এমন মনে হয় যেন সামনে বসে কেউ গল্প বলছে। মনে হয় বইয়ের পাতা থেকে জীবন্ত হয়ে আশেপাশে ঘোরাফেরা করছে চরিত্রগুলো। প্রত্যেকটা চরিত্রের মনের অলিগলি, ঘুপচি, অন্ধকার কানাগলি সবকিছুই এতো প্রাঞ্জলভাবে উঠে এসেছে বিস্মিত হয়েছি।
গল্পে পর্যাপ্ত রহস্য আছে। কিন্তু আর দশটা রহস্য-উপন্যাসের মতো শুধু রহস্যকেই এক্সপ্লয়েট করার তাড়না নেই। গেসিং গেইম বা পাঠককে বিভ্রান্ত করার অপচেষ্টা নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত অলমোস্ট পারফেক্ট গতিময়তা বজায় রেখে, ব্যালান্সড আউটপুট এসেছে।
ফ্ল্যাশব্যাকগুলো ক্রনোলজিক্যালিই কাহিনীর উদ্দেশ্য পূরণ করে। নন-লিনিয়ার কোনো ট্রিটমেন্ট নেই, তেমন কোনো এক্সপেরিমেন্ট করবার ইচ্ছাও দেখিনি। প্রয়োজনমাফিক গল্পের পর গল্প এসেছে, চরিত্রগুলো আনাগোনা করেছে, হঠাৎ তেমন কোনো চমক দেবার প্রচেষ্টাও পায়নি। অযাচিতভাবে মাথা খাটানোর প্রয়োজনও নেই। তবে এটা ভেবে ভুল করার কারণ নেই যে, মাথা ঘামানোর কিছু নেই। সবই আছে, প্রপারলি ব্লেন্ড করে, বরং লেখার আবেদন এমন চূড়ান্ত যে ভাবার জন্য বাকগুলোতে থামবার ইচ্ছা হয় না। লেখনীর মায়াজালে পাতার পর পাতা উল্টে যেতে হয়। কোনো স্তুতিবাক্যই পর্যাপ্ত মনে হচ্ছে না এই পর্যায়ে এসে!
চরিত্রবিন্যাস এমনই বুদ্ধিদীপ্ত ও সূক্ষ্ম, মুগ্ধ না হয়ে উপায় কী! বিশেষ করে ডায়েরির সোমনাথ অনবদ্য, মনস্তাত্বিক অন্তর্দর্শন চমৎকার।
বইয়ের প্রচ্ছদ অত্যন্ত চমৎকার। সবগুলো এলিমেন্ট গল্পের থিমের সাথে পার্ফেক্টলি ম্যাচ করে।
বুক স্ট্রিটের প্রোডাকশন ভ্যাল্যু অনবদ্য, বাঁধাই, পৃষ্ঠা, সম্পাদনা সবকিছুতেই সন্তুষ্ট আমি।
বইটা মাস্ট রিড। কারো পড়া থাকলে আলোচনা করতে খুবই ভালো লাগবে।
বই : অন্তঃশূন্যে অন্ধ হিম
লেখক : সুফাই রুমিন তাজিন
প্রকাশনা : বুকস্ট্রিট
প্রকাশকাল : ২০২১
প্রচ্ছদ : আদনান আহমেদ রিজন
পৃষ্ঠাসংখ্যা : ১৬৪
মলাট মূল্য : ২৮০