প্রহেলিকা — নাজিম উদ দৌলা

থ্রিলার উপন্যাসের খুনে চরিত্র সম্ভবত জীবন্ত হয়ে গেছে। শহরের বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। সবগুলোই উপন্যাসের আদলে, নৃশংসভাবে। এই পর্যায়ে কি বেসিক ইন্সটিংক্ট সিনেমার কথা মনে হচ্ছে? কিংবা জাহিদ হোসেনের ফিনিক্স? সেটা বোধকরি, পড়লেই বুঝতে পারবেন!

ভাগ্যের ফেরে জীবনের এক অদ্ভুত দ্বারপ্রান্তে আসা কিছু মানুষের গল্প বলে প্রহেলিকা। প্রিয়জনকে ভুলতে চেয়ে কলম ধরা লেখক, কমেডিয়ান হতে চাওয়া ডিটেকটিভ কিংবা সেই খুনে সাইকোপ্যাথ—সবারই কিছু না কিছু গল্প বলার আছে।

প্রহেলিকা সংক্ষিপ্ত পরিসরের পিচ্চি একটি উপন্যাসিকা। ঝড়ের বেগে মূল কাহিনীতে ঢুকে যায় চরিত্রেরা। এক বসায় পড়ে ফেলার মতো মজাদার কাহিনী।

যদিও ডিটেকটিভের দৃষ্টিকোণ থেকে রহস্যের জট ছাড়ানো হয়, তবে তার তদন্ত-পদ্ধতির খুব গভীরে আমরা ঢুকতে পারিনা। কাহিনীর ট্রিটমেন্টটা বেশ কাকতালীয়। তবে এটা নিয়ে খুব এক্সপেরিমেন্ট করবারও মনে হয় জায়গা ছিল না।

ডিটেকটিভ সাহেব বেশ মজার চরিত্র। বিস্তৃত কলেবরে এই চরিত্রকে নিয়ে কোনো উপন্যাস আসলে অবশ্যই পড়বো।

গল্পের শেষটা তেমন ভালো লাগেনি। দুই চরিত্রের সম্পর্কের পরিণতি দেখানোর ব্যাপারটা বেশ উইয়ার্ড মনে হয়েছে।

বই : প্রহেলিকা
লেখক : নাজিম উদ দৌলা
প্রকাশনা : সতীর্থ প্রকাশনা
প্রকাশকাল : ২০২১
প্রচ্ছদ : নাজিম উদ দৌলা
পৃষ্ঠাসংখ্যা : ১২০ (ক্রাউন সাইজের ছোট বই)
মলাট মূল্য : ২১০

Leave a Reply