Mahmudul Hasan
Programmer, Cinephile, Bookworm, Traveler
Programmer, Cinephile, Bookworm, Traveler
নিম্নবিত্ত থেকে অভিজাত সমাজের একজন বনে যাওয়া সারোয়ার কীভাবে তার হীনমন্যতা ও পলায়নপরতা থেকে মুক্তি পাবার আপ্রাণ চেষ্টা করে – একটি দুর্ঘটনা কীভাবে তার জীবনকে নতুন সংজ্ঞা দেয় — মোটা দাগে এটাই দুর্ঘটনায় কবি। সমাজে বিদ্যমান শ্রেণী বৈষ্যম্য – পুরানো অভিজাতের কাছ থেকে নব্য অভিজাতের ক্ষমতা আত্মসাৎকরণ – সে প্রক্রিয়ায় আপাত সারল্য বিসর্জন, হীনমন্যতা ও অধুনা লব্ধ ক্ষমতার দ্বন্দ্ব, মানবিক পীড়ন, আতস কাঁচের নিচে রাষ্ট্রযন্ত্রের ক্ষমতার দাসত্ব — সবই সাইকোলজিক্যাল থ্রিলারের বেশে আবির্ভূত হয়! থ্রিলার বলছি কারণ কাহিনী বিন্যাসের মূল সারোয়ারের দুই স্বত্বার দ্বন্দ্ব ও আক্ষরিক দুর্ঘটনার আইনি লড়াই থেকে বেঁচে ফেরার মধ্যেই আবর্তিত। গল্পের গতিও সেরকম স্বাক্ষর বহন করে।
গল্পের কেন্দ্রীয় চরিত্র সারোয়ার – সম্ভবত একমাত্রও! আর কোন চরিত্রের তেমন কোন বিকাশ হয়নি। এমনকি স্ত্রী শাহিদার সাথে যে দ্বান্দিক সম্পর্ক উপস্থান করার চেষ্টা এসেছে সেটা সেভাবে বিকশিত হয়নি – আমার ধারণা উভয় পক্ষের সামঞ্জস্যপূর্ণ চারিত্রিক আর্ক না থাকায়! শেষটা খাপছাড়া লেগেছে, মনে হয়েছে ভীষণ তাড়াহুড়ো গল্পের পরিণতিতে যাবার জন্য।
সামগ্রিক বিচারে এক বসায় পড়ার জন্য দারুণ বই। লেখকের উপাত্তভিত্তিক ফেসবুক লেখালেখির সাথে আমার পরিচয় আছে। সে সমস্ত লেখার তুলনায় এই ফিকশান ভিন্নমেরুতে অবস্থান করছে বিষয়বস্তু নির্বাচনের ভিত্তিতে – সে অর্থে ও আক্ষরিক ভাবেই এইটা লেখকের প্রথম ও সম্ভবত শেষ উপন্যাস। আমার ভালো লেগেছে পড়তে। রিকমেন্ডেড।
আদর্শ প্রকাশনী বইটার ই-ভার্সন উন্মুক্ত করে দিয়েছে => https://bit.ly/durghatanay-kobi-adarsha
বাজে স্ক্যানড-পিডিএফ-এ সমস্যা হলে Scribd এও পড়া যাবে ফ্রি একাউন্ট করা সাপেক্ষে => https://bit.ly/durghatanay-kobi-scribd